নাটোরে হেরোইন সেবনের দায়ে ভুট্ট দাশ নামে এক ব্যক্তিকে ২৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চাঁদপুর এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট তাসমিনা খাতুন এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ভুট্ট দাশ শহরের কান্দিভিটুয়া এলাকার অজিত দাশের ছেলে।
নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক লাল মাহামুদ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। অভিযানকালে সেখানে উপস্থিত ভুট্ট দাশকে সন্দেহ হলে তার শরীরে তাল্লাশি করা হয়। তল্লাশীকালে তার কাছ থেকে হেরোইন সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে জিজ্ঞেসাবাদে সে হেরোইন সেবনের কথা স্বীকার করে। পরে ভুট্ট দাসকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের কিজারক তাকে ২০১৮ সালের মাদক দ্রব্য আইনের ৩৬(৫) ধারা অনুসারে ২৭ দিনের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।