‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগান নিয়ে নাটোরে ১০ দফা দাবীতে রাজশাহী বিভাগীয় কৃষক-ক্ষেতমজুর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় কৃষক সমিতি জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির সাবেক সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, নজরুল ইসলাম, আনোয়ারুল হক বাবুল, আদিবাসী নেতা রবিন সরেনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আমন ধান ক্রয়ে লটারীতে অনিয়ম ও দূর্নীতি বন্ধ, উপজেলা খাদ্যশস্য ক্রয় কমিটিতে কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ,আখের মূল্য মণ প্রতি ২শ’ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবী তুলে ধরে তা সমাধানের জন্য সরকারের প্রতি আহবান জানান।