নাটোরের বাগাতিপাড়ায় বছরের প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মজনু মিয়া প্রমুখ। মাধ্যমিক ও শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ বছর বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ৬২ হাজার এবং মাধ্যমিক, কারিগরি ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে দুই লাখ ১০ হাজার বই বিনামুল্যে বিতরন করা হয়েছে।