নিউজ ডেস্ক :
বিশ্বকাপে আসার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দু’রকম বোলিং দেখা গেছে মোস্তাফিজুর রহমানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে দিয়েছেন ১০ ওভারে ৮৪ রান। পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ফাইনালে আবার ৫ ওভারে দিয়েছেন ৫০ রান।আবার কার্ডিফে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁহাতি পেসারের বোলিং ছিল দারুণ।
সবচেয়ে আশা জাগানিয়া ছিল গতি। নিজের সেরা সময়ে নিয়মিত ১৪০ কিলোমিটার স্পর্শ করত তার বলের গতি, যে কারণে কাটার ও অন্যান্য অস্ত্রও কার্যকর হতো বেশি। তবে ২০১৬ সালে কাঁধের সেই অস্ত্রোপচারের পর থেকে আর সেই গতিতে ফিরতে পারেননি ধারাবাহিকভাবে।
মোস্তাফিজ যে সঠিক পথেই রয়েছেন সেটি মনে করিয়ে দিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তিনি শুক্রবার সংবাদমাধ্যমকে বলেছেন,‘ সে চোটে পড়ার পর প্রথম দিন থেকেই আমি বলছিলাম, এটি কাটিয়ে উঠতে সময় লাগবে। আবার শক্তি ফিরে পেতে ও পুরো ম্যাচ ফিট হতে সময় লাগবে অনেক। যেভাবে উন্নতি হচ্ছে, সে সঠিক পথেই আছে। অনেকেই বলছে, মনে হয় সে আর আগের জায়গায় ফিরতে পারবে না। কিন্তু বুঝতে হবে, ক্রিকেটে খারাপ দিন, ভালো দিন আসবেই। কিন্তু মানসিকতা ও শারীরিক ফিটনেসের দিক থেকে, তার যে ধরনের চোট হয়েছিল, সম্ভবত এখন সে আগের চেহারায় ফিরতে শুরু করেছে।’
ওয়ালশ মনে করেন, কাঁধের জোর ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসও ফিরে পাচ্ছেন মোস্তাফিজ,‘ ফিটনেস বাড়ার সঙ্গে আত্মবিশ্বাসও বাড়ছে। তার সহজাত শক্তি ফিরে আসছে। মনে রাখতে হবে, চোট ছোট কিছু ছিল না। ওকে ঠিক পথে এগোতে দেখে ভালো লাগছে। আশা করি, বিশ্বকাপ যত এগোবে, তার সেরাটাও আস্তে আস্তে দেখা যাবে।’