নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের অফিস ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার চান্দাই বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনকালে বক্তব্য রাখেন, চান্দাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মজনু মিয়াসহ অন্যান্যরা। এ সময় বক্তারা আওয়ামী লীগের অফিস এবং বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে মাটিতে ফেলে দেয়।