নিউজ ডেস্ক :
ভারতের কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী।
শনিবার (১ জুন) দলের নব নির্বাচিত সাংসদরা নেতা বাছতে বৈঠকে বসেন।সেখানে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সোনিয়ার নাম প্রস্তাব করলে তা চূড়ান্ত হয়।
গত পাঁচ বছর সংসদে এই দায়িত্ব পালন করেছেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। এবার নির্বাচনে তিনি হেরে যান। যে কারণে দলটিকে নতুন নেতা বাছতে হলো।
ভারতের জাতীয় সংসদে এবারও কংগ্রেসের বিরোধী দলনেতার পদ পাওয়া নিয়ে সংশয় আছে। যে পরিমাণ আসন পেলে বিরোধী দলনেতার পদ পাওয়া যায়, তার থেকে কংগ্রেসের তিনটি আসন কম আছে। গতবার কংগ্রেসের সাংসদ সংখ্যা ছিল ৪৪ জন। আর তাই তারা বিরোধী দলনেতার পদ পায়নি। এবারও পরিস্থিতি প্রায় একই রকম।
সংসদীয় দলের বৈঠকে সোনিয়া কংগ্রেসকে ভোট দেওয়া ১২ দশমিক ১৩ কোটি ভোটারকে ধন্যবাদ জানান। ভোটারদের পাশাপাশি ছেলে রাহুলকেও ধন্যবাদ জানান সোনিয়া। কঠোর পরিশ্রম করে তিনি দলকে এগিয়ে নিয়েছেন।