নাটোরে মুজিববর্ষ ২০২০ উদযাপনের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আজ থেকে ৬৬ দিনের ক্ষণগণনা করে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত দিবসে মুজিববর্ষ-২০২০ এর সূচনাতে এই ক্ষণগণনাকাল শেষ হবে। একই সাথে জেলার সকল উপজেলাতেও প্রতিস্থাপিত যন্ত্রে ক্ষণগণনা কার্যক্রম শুরু হয়েছে। ক্ষণগণনা যন্ত্রের উপরিভাগের একটি বৃত্তে লেখা হয়েছে-‘কোটি মানুষের কন্ঠস্বর’ ও অপর বৃত্তে ‘মুজিব শতবর্ষ’। ঘড়ির নীচে লেখা রয়েছে ‘জন্মশতবার্ষিকীতে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা’। পাশেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্বলিত আরো একটি স্থাপনাতে বঙ্গবন্ধুর জন্মশত বর্ষের নির্দেশনা করে লেখা হয়েছে-‘১০০’ ১৭ই মার্চ ১৯২০-১৭ই মার্চ ২০২০।
প্রতিস্থাপিত ক্ষণগণনা যন্ত্র এলাকাটি দুপুরের মধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জেলা পর্যায়ের কর্মকর্তারা রাজধানী থেকে জাতীয় সম্প্রচার শুরু হওয়ার আগে মাল্টিমিডিয়ায় নাটোর ভিত্তিক ‘বদলে যাচ্ছে নাটোর’ প্রামাণ্যচিত্র উপভোগ করেন। এরপর মাল্টিমিডিয়ায় শুরু হয় ক্ষণগণনা উদ্বোধনের জাতীয় সম্প্রচার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপ পরিচালক গোলাম রাব্বি, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা শরীফুন্নেছা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান, পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু প্রমুখ।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বাসস’কে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। কৃতজ্ঞ জাতির সাথে নাটোরের মানুষ সারা বছর জুড়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করবে। জন্মশত বছরের প্রত্যাশিত আগমনকে স্মরণীয় করে রাখতে স্বাধীনতা চত্বরে প্রতিস্থাপিত ক্ষণগণনা যন্ত্রে আজ থেকে কাউন্ট-ডাউন শুরু হলো।