নাটোরে আইনজীবীকে বেয়াদব বলায় নাটোর জেলা জজ আদালত বর্জন করেছে আদালতের আইনজীবীরা। আজ সোমবার দুপুরে আদালত বর্জনের ঘোষনা দেন নাটোর বার সমিতি। তবে অন্যান্য আদালতের কার্যক্রম চলমান রয়েছে। এ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের সেরেস্তার আইনজীবী।
এ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত জানান, একটি অস্ত্র মামলায় আসামির জামিনের জন্য আবেদন করেন তিনি। এসময় বিচারক তার সাথে জামিনের বিষয়ে কথা বার্তা বলতে থাকেন। এরই এক পর্যায়ে বিচারক তাকে বেয়াদব বলে গালি দেন। এবং তার মক্কেলের জামিন আবেদন না মঞ্জুর করেন। পরে তিনি এজলাস থেকে বের হয়ে বিষয়টি নাটোর বার সমিতিকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে বার সমিতি জেলা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদারের আদালত বর্জনের ঘোষনা দেন।