নাটোরে নবগঠিত পৌর বিএনপি’র নেতৃবৃন্দের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের হাফরাস্তা আলাইপুর এলাকার জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়। পৌর বিএনপি’র আহবায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, পৌর বিএনপি’র সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী বাবুলসহ দলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন বর্তমানে এক অবৈধ সরকার ক্ষমতায় রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিতচট্টগ্রামের উপনির্বচনে ইভিএম পদ্ধতিতে ভোট নিয়ে মাত্র শতকরা ২২ ভাগ ভোট পড়েছে। এর পরেও জোড় করে এ সরকার ক্ষমতায় থাকতে চায়। এ অবস্থায় গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপিকে সংগঠিত করতে হবে। এজন্য ত্যাগী ও পরীক্ষিতদের নিয়ে থানা,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে। পরে নবগঠিত পৌর বিএনপি’র নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।