নাটোরের সিংড়ায় কমিউনিটি পুলিশিং, অপরাধমদমন ও বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হালিম হাসমত, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোজাম্মেল হক, বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের অধ্যক্ষ মুনসুর রহমান মকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ নাজিম,সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা প্রমুখ। এ সময় এলাকাবাসী পুরাতন পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের জন্য পুলিশ সুপারের নিকট দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে এস পি লিটন কুমার সাহা বামিহালে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের অঙ্গিকার করেন।