বৈদেশিক কর্মসংস্থান দ্বিগুন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক উপজেলায় তথ্য ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নের জন্য দাবি জানানো হয়েছে। ‘জেনে, বুঝে বিদেশ যাই-অর্থ, সম্পদ দুটোই পাই’ শ্লোগান সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা ও সচেতনতা শীর্ষক অনুষ্ঠিত প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে ওই দাবি জানান বক্তারা। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাস কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান অধিদপ্তরের অর্থায়ন ও তত্বাবধানে দিন ব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সেমিনার হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোছা,রোকসানা আকতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, অধ্যক্ষ নীলমনি, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আনিসুর রহমান, ইউপি সদস্য ফাহিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।