নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় দুই মটরসাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে আহত মটরসাইকেল আরোহী নয়ন কুমার মহন্ত মারা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে তার মৃত্যু হয়। নিহত নয়ন কুমার মহন্ত উপজেলার পাকুরিয়া কালাইকুড়ি গ্রামের অজিত মহন্তের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নাটোরের সিংড়া উপজেলা নাটোর- বগুড়া সড়কের চৌগ্রাম লাল ব্রীজ এলাকা দিয়ে মটরসাইকেল যোগে নাটোরের দিকে যাচ্ছিল নয়ন কুমার মহন্ত। পথে লাল ব্রীজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন কুমার সহ আরো একজন আহত হয়। স্থানীয়দের সংযোগীতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে নয়ন কুমার মহন্তের মৃত্যু হয়।