তাল কাটল ইউ ওপেনের। অপ্রত্যাশিতভাবে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। রবিবার চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন লাইন জাজকে বল ছুড়ে আঘাত করায় বহিষ্কার করা হয় তাঁকে।
স্পেনের পাবলো ক্যারেনো বাস্তার সঙ্গে ম্যাচের সময় তিনটি সেট পয়েন্ট পেয়েও প্রথম সেটটি হাতের মুঠোয় করতে না-পেরে হতাশ হয়ে পড়েন তিনি। ০-৪০ পয়েন্টে থেকেও সেট বের করতে না-পারায় প্রথম সেটে ৫-৬-এ পিছিয়ে পড়তে হয় তাঁকে। তখনই হতাশা ও বিরক্তির কারণে তিনি কোর্টের পিছনে দাঁড়িয়ে থাকা মহিলা লাইন জাজের দিকে সজোরে একটি বল ছুড়ে মারেন। বলটি ওই মহিলার গলায় গিয়ে লাগে। যন্ত্রণায় মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে তাঁর দিকে ছুটে যান জোকার। ক্ষমা চেয়ে নেন তাঁর কাছে।
এই ঘটনার পর আর্থার অ্য়াশে স্টেডিয়ামে ঢুকে চেয়ার আম্পায়ার অরেলি টোরটে ও গ্র্যান্ড স্ল্যাম সুপারভাইজার আন্দ্রে এগলির সঙ্গে কথা বলেন টুর্নামেন্ট রেফারি সোয়েরেন ফ্রিমেল। দীর্ঘ আলোচনার পর ৩৩ বছরের তিন বারের মার্কিন ওপেনজয়ী জোকারকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।