নিজস্ব প্রতিবেদক:
নাটোর যুবলীগ কর্মি শিহাব হোসেন শিশির হত্যা মামলার আসামী যুবলীগ নেতা হাসানুর রহমান হাসুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আজ রাত ৮ টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় হেমাঙ্গিনী ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। আহত হাসানুর রহমান হাসু নাটোর পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং কান্দিভিটা এলাকার আলম হোসেনের ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান,গত ১৬ এপ্রিল নাটোর পৌরসভা প্রাঙ্গনে যুবলীগ কর্মি শিহাব হোসেন শিশিরকে কুপিয়ে হত্যা করে যুবলীগ নেতা হাসু ও তার সহযোগিরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ রাত ৮ টার দিকে শহরের হেমাঙ্গিনী ব্রিজের উপরে হাসু একা দাঁড়িয়ে ছিল। এ সময় তার প্রতিপক্ষ স্থানীয় সন্ত্রাসী রাব্বি হোসেন ও আলামিন সহ অজ্ঞাত ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে হাসুকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে হাসুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।