নিজস্ব প্রতিবেদক:
স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীতে সংস্কার,কলংকিত বর্তমান পোশাকের রং পরিবর্তন করে নতুন রং এর পোশাক প্রদান, সিপাহী থেকে আইজি একই পোশাক, গত আন্দোলনে আহত ও নিহত সদস্যের পরিবারকে ক্ষতিপুরন প্রদান এবং বিসিএস নয় কর্মরত পরিদর্শকদের মধ্য থেকে ৬০ভাগ সহকারী পুলিশ সুপার নিয়োগসহ ১১দফা দাবীতে নাটোরে বিক্ষোভ ও কর্মবিরতির ঘোষণা দিয়েছে পুলিশ সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর পুলিশ লাইনস্ এ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে তারা।নাটোরে কর্মরত পুলিশ সদস্যদের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ডিআই ওয়ান জালাল উদ্দীন, এস আই সাঈদ হোসেন ও সিপাহী হাসান। তাদের এসব দাবী পুরন করে গেজেট আকারে প্রকাশ না করা পর্যন্ত তারা কর্ম বিরতী পালন করবেন বলে সমাবেশ থেকে ঘোষণা দেন তারা। ক্ষমতা লোভী যে সকল পুলিশ কর্মকর্তার কারণে অনেক পুলিশ সদস্যদের জীবন দিতে হয়েছে তাদের গ্রেফতার করে বিচারের দাবী জানান।