নিজস্ব প্রতিবেদকঃ
ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি, মানববন্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে মানববন্ধন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এছাড়া সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বিভিন্ন পরিত্যক্ত স্থাপনা ও জলজ স্থান সমূহে পরিষ্কার-পরিছন্নতা অভিযান চালানো হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনছারুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীণ কুমার, আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রাজ্জাক, জুনিয়র কনসালটেন্ট সার্জেন্ট আরশাদ আলী, ডেন্টাল সার্জন আশিকা ইসলাম, ডাঃ মুনজুর রহমান এমবিবিএস, ডাঃ মাহমুদুর রহমান সাগরসহ বিভিন্ন ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহস্বাস্থ্য কমপেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।