নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় খলিলুর রহমান ও বেলাল হোসেন নামে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুল হামিদ নামে আহত হয়েছে আরো এক শিক্ষক। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিংড়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন ব্রীজের পূর্ব পাশে এই দূর্ঘটনা ঘটে।
সিংড়া থানার উপ পরিদর্শক কিশোর কুমার রায় ও স্থানীয়রা জানান, সকালে ৩ জন ব্যাক্তি নাটোর শহর থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাচ্ছিলেন । পথে উপজেলার পুরাতন ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রীজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান ও বেলাল হোসেনের মৃত্যু হয় ।
খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এখনো কোনও মামলা দায়ের হয়নি। নিহত ও আহতরা হলেন নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার শিক্ষক।