নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া থেকে ৫টি চোরাই মটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে
উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের হাসান আলীর বাড়ী ও তমালতলা এলাকার তার শো রুম থেকে উদ্ধার ও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী ওই এলাকার মৃত আলী আকবরের ছেলে ও তমালতলা বাজারের মটর মেকানিক। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক লিটন কুমার সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে হাসান আলীর বাড়ীতে চোরাই মটরসাইকেল রেখে বিক্রয়ের চেষ্টা চলছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অপারেশন টিম ওই বাড়ীতে অভিযান চালায়। অভিযান কালে তার বাড়ীর উঠানে ঢেকে রাখা অবস্থায় তিনটি মটরসাইকেল পাওয়া যায়। এসময় হাসান আলীর কাছে মটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোন রকমের কাগজপত্র দেখাতে পারেনা। পরে তাকে জিজ্ঞাসাবাদে তিনি বলেন মটরসাইকেল তিনটি চোরাই। আরো জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে উপজেলার তমালতলা বাজারেরর হাসান আলীর হাসান মটরস হইতে আরো দুইটি সহ ৫ টি বিভিন্ন মডেলের চোরাই মটর সাইকেল উদ্ধারসহ হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে । এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক লিটন কুমার সাহা বাদী হয়ে আজ সোমবার হাসান আলীকে আসামি করে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান আলী স্বীকার করে বলেছেন তারা বিভিন্ন স্থান থেকে মটরসাইকেল চুরি করে নিয়ে আসে। এরপর তারা সেই মটরসাইকেলের নকল কাগজ তৈরি করে বিক্রয় করেন। এই চোর চক্রের আরো সদস্যদের কিছু তথ্য পাওয়া গেছে। এখন তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত এই চোর চক্রের আরো সদস্যকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।